ট্রায়োলেট (জমজম পানি)
প্রথম প্রয়াস

বিসমিল্লাহ পড়ে দাঁড়িয়ে খেতে হয় জমজম পানি;
পেট ভরে খাও একটু মাথায় দাও নাও তিন দম।
বাড়বে রিজিক রোগ থেকে পাবে নিরাময় জানি!
বিসমিল্লাহ পড়ে দাঁড়িয়ে খেতে হয় জমজম পানি;
প্রার্থনা করো প্রভুর কাছে হতে সর্বোত্তম জ্ঞানী।
উদ্দেশ্য কবুল হয় করলে পান পানি জমজম!
বিসমিল্লাহ পড়ে দাঁড়িয়ে খেতে হয় জমজম পানি;
পেট ভরে খাও একটু মাথায় দাও নাও তিন দম।

কল্যাণপুর, ঢাকা।
২৫.০৭.২০২২