ট্রায়োলেট(দুনিয়া)
এই দুনিয়া ক্ষণকালের একটুও কী বুঝো না!
মনটা কেন চাওয়া পওয়ায় ব্যস্ত রয় সারাক্ষণ?
বটের ছায়ার মতো এটাও থাকার জায়গা না!
এই দুনিয়া ক্ষণকালের একটুও কী বুঝো না!
চলতে দিলেন সঠিক বিধান মালিক রাব্বানা,
আমল ছাড়া সেখানেতে থাকবে কি মুক্তিপণ!
এই দুনিয়া ক্ষণকালের একটুও কী বুঝো না!
মনটা কেন চাওয়া পওয়ায় ব্যস্ত রয় সারাক্ষণ?
কল্যাণপুর, ঢাকা।
২২.০৮.২২