ট্রায়োলেট (দোয়া)

‍‌‌‌'রব্বির হাম্ হুমা কামা রব্বাইয়ানী ছাগীরা'
মা বাবার জন্য আল্লাহ শিখালেন এ দোয়া।
বাবা মায়ের অবাধ্য হওয়া গুনাহে কাবীরা
'রব্বির হাম্ হুমা কামা রব্বাইয়ানী ছাগীরা'।
সবসময় সন্তানের ভালটা চায় বাবা মায়েরা
মন ভরে যায় যদি পায় বাবা মায়ের ছোঁয়া।
'রব্বির হাম্ হুমা কামা রব্বাইয়ানী ছাগীরা'
মা বাবার জন্য আল্লাহ শিখালেন এ দোয়া।

কল্যাণপুর, ঢাকা।
১৮-০৮-২০২২