ট্রায়োলেট(ধান্দা)
বেশি পাবার ধান্দা যাদের ধান্দা করাই কাজ
কারে মারে ঠকায় কারে চিন্তায় থাকে তাহার।
পাষাণ হৃদয় কায়েম করে সন্ত্রাসের এক রাজ
বেশি পাবার ধান্দা যাদের ধান্দা করাই কাজ।
যা চায় তা পায় আর হারায় লজ্জা শরম লাজ
বাহাদুরি দেখায় আছে তার সম্পদের বাহার
বেশি পাবার ধান্দা যাদের ধান্দা করাই কাজ
কারে মারে ঠকায় কারে চিন্তায় থাকে তাহার।
কল্যাণপুর, ঢাকা।
১৮-০৮-২০২২