ট্রায়োলেট (আজান)
নামাজের আজান শুনে মসজিদে হয় যাওয়া
সেই তো খাঁটি মুসলমান নিখাদ ঈমানদার।
ছুটে চলে রেহাই পেতে নেকের নদে নাওয়া
নামাজের আজান শুনে মসজিদে হয় যাওয়া।
শুভ্র সুখদ জান্নাত পেতে সঠিক পথ পাওয়া
ঈমান আমলে খুলে যায় শান্তি সুখের দুয়ার।
নামাজের আজান শুনে মসজিদে হয় যাওয়া
সেই তো খাঁটি মুসলমান নিখাদ ঈমানদার।
কল্যাণপুর, ঢাকা।
১৯.০৮.২০২২