তরুণ অরুণ
আমরা তরুণ অরুণ রবি
ক্ষীণ মনে আশা জাগাই।
শক্তি সবল দৃঢ় মনোবল
প্রেম কাননে সাহস পাই।
বাগে ফোটা ফুল মোরা
মৌয়াল হয়ে মধু বিলাই।
দীপ্ত প্রাণে বিপ্লবী গানে
সমাজ গড়ার সুর শুনাই।
চাঁদনী আলো রাতের মতো
সুখ বিলিয়ে দুঃখ ভুলাই।
আমরা তরুণ বাঁধন হারা
লক্ষ হাতে শত্রু তাড়াই ।
স্বাধীন চেতা মনোপ্রাণে
পরের জন্য জীবন হারাই।
কল্যাণপুর, ঢাকা।
২৪ নভেম্বর ২০২২
০৯ অগ্রহায়ণ ১৪২৯
২৮ রবিউস সানী ১৪৪৪