তোরা বড়োই নাফরমান
-মুহাম্মদ মোজাম্মেল হোসেন
তোরা বড়োই নাফরমান
দাবী করো মুসলমান!
নামাজরত দের ধরে নিয়ে
মন ভেঙ্গে করলে খান খান
তোরা বড়োই নাফরমান
দাবী করো মুসলমান!
কুরআন হাফেজ দের জেলে
পুরে করলে অপমান।
তোরা বড়োই নাফরমান
দাবী করো মুসলমান!
নারী শিশু মসজিদের ইমামকে
করলে নির্যাতন।
তোরা বড়োই নাফরমান
দাবী করো মুসলমান!
রোজাদার মুছল্লিদের সাথে
করলে একি আচরণ!
তোরা বড়োই নাফরমান
দাবী করো মুসলমান!
ইবাদতের মৌসুম চলছে
পবিত্র মাহে রমজান।
তোরা বড়োই নাফরমান
দাবী করো মুসলমান!
এই রমজান মাসে ও তোরা
নয়কো ভাগ্যবান।
মনসুরাবাদ, ঢাকা।
৯ রমজান ১৪৪৪
১ এপ্রিল ২০২৩