তনিকা
মুহাম্মাদ মোজাম্মেল হোসেন
16.06.2020

নানা পথ নানা মতে ধরণী আজ ক্লান্ত
সঠিক নির্দেশনা নেই,
অন্ধকারে ডুবে হাবুডুবু খায় আর খায়
দিকভ্রান্ত অনেকেই।

আশ্রয়দাতা মহান আল্লাহ এ কথা ভুলে
নিজের ইচ্ছায় খুঁজে আশ্রয়,
কূল কিনারা পায়না পথহারা দিশাহারা
পদে পদে  কেবল পরাজয়।

সহস্র পথে না হেঁটে পথ ধরো একটাই
যা তাঁরই দেয়া উপহার,
এ পথের বাহিরে চলতে গেলেই হোঁচট
খাবে বারবার প্রতিবার।

দিয়েছেন স্রষ্টা সবার জন্য উন্মুক্ত অসি
ঈমান বাড়ানোর বটিকা,
আল্লাহর দেয়া জীবন বিধান ইসলামই
সত্য সুসুন্দর তনিকা।