আমার সোনার বাংলাদেশ
ভালোবাসার নেইকো শেষ
প্রতিদিন তোমার ছায়ায় তোমার মায়ায়
প্রাণ জুড়িয়ে কোমল হাসি
তাইতো আমি তোমায়, প্রাণের চেয়েও ভালোবাসি।
আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি।

তোমার অপরুপ শোভায় শীতল আভায়
স্বাধীনতার সুখ অঙ্গে মাখি
তোমার বিছানো আঁচলে খাই গড়াগড়ি
ভাই বোনে মিলে মিশে থাকি আর করি ছোটাছুটি
মনের সুখে আনন্দে করি হাসাহাসি।
আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি।

তোমার খোলা আকাশের নীচে
ধান কাটা বিস্তৃত ক্ষেতে
কত না খেলাধুলা করেছি
নেচে নেচে ছোটবেলা কাটিয়েছি
দুষ্টমি করতে গিয়ে মায়ের বকুনি খেয়েছি রাশি রাশি।
আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি।

তোমার ধান ক্ষেতে ফসলের হাসি
শীষ গুলো দোল খায় মৃদু বাতাসে
তা দেখে মন পুলকিত হয় সবুজ শ্যামলে
শিশিরে ভিজে থাকে পত্র পল্লব
কী! মোহনীয় প্রভাতে শীতলতায় ভাসি।
আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি।

হাল চাষ করে মাঠে কৃষকের দল
ভুলে যায় কষ্ট ব্যথা ছল
সারাদিন গতর খাটে সুখের আশায়
ফসল দেখে তার মন ভরে যায়
এভাবে জীবন কাটায় আমাদের প্রিয় চাষি।
আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি।

বৈষম্যের বিরোধীতা করতে গিয়ে
রোষাণলে পড়েছে স্বৈরশাসকের
দমে যায়নি অদম্যরা গুলির মুখে
ন্যায় প্রতিষ্ঠায় শহীদ হতে তারা ছিলো উম্মুখ
তোমার জন্য জীবন দিতে পেরে কত না খুশি।
আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি।

১১.০৯.২০২৪