তোমার ভালোবাসা
তোমার ভালোবাসা পেতে
জীবন বিলিয়ে দিতে
আমার কোনো দ্বিধা নেই,
তোমায় ভালোবাসি সুখে ভাসি
আর মিনতি রাখি,
তুমি থাকো যেখানেই।
যখন আমি তোমার কথা ভাবি
কাছে ছুটে আসি,
হৃদয়ের গভীরে থাকো সদা
তোমার সৌন্দর্যে হারিয়ে যাই
বিমুগ্ধ অনুভবে স্মরণ করি,
তোমার নিঃস্বার্থ ভালোবাসা দান
আমার সবই তোমাতে সঁপে দেই।
তোমার কাছাকাছি না এলে
অন্তরে কষ্ট অনুভূত হয়
ব্যথারা এসে ভিড় জমায়,
যাতে হতে পারি
তোমার আরো কাছে হে সজনি,
হতে পারি তোমার আরো প্রিয়,
তোমার ভালোবাসা ছাড়া
আমার যে আর কিছু নেই।
তোমার সামনে এসে দাঁড়ালে
বিনয়ে অবনত হই,
তুমি যে আমার অনুপম সই
অসহায়ত্ব কেটে যায় নিমিষেই,
প্রশান্তি কোমল প্রাণে
আসে সুশীতল বাণে
তোমার অনাবিল ভালোবাসা
এক মুহুর্ত ভুলা যায় না কিছুতেই।
কল্যাণপুর, ঢাকা-১২০৭।
১৭-০৪-২০২২