তোমার হামদ্

তোমার হামদ্ করার মতো
সে জ্ঞান নেই মোর!
তবুও আশায় চেয়ে থাকি
পেতে রহম তোর।

পালন করো রিজিক দাও
করতে ইবাদত,
সব শক্তি ব্যয় করি যেন
হতে শাহাদত।

সর্বদা যা কামনা করি
কবুল করে নাও,
দৃঢ় অনুগামী হতে পারি
সে শক্তিটা দাও।

কল্যাণপুর, ঢাকা।
৩০.০৬.২০২২