তোমার দিকে ফেরা
অপূর্ণ মনে রিক্ততাতে
তুমি আমার
পূরণ করো আশা,
না চাইতে দাও
সবার আগে
বিলাও ভালোবাসা।
তোমার জন্যই আঘাত
সইতে পারি সব,
ব্যথা পেলেও
তোমায় ভুলিনা।
সামনে পিছে
চৌপাশে শুধুই
তোমার কথা শুনি
আর প্রেমের মালা বুনি।
সাহস যোগাও
কথা বলাও
কাছে থাকো তুমি,
দয়া মায়া পেয়ে
তোমার দিকে চেয়ে
হয় জাগ্রত মন ভূমি।
তোমার ভালোবাসায়
নেই যে কোন বেড়া
চিত্ত সদা ঘেরা,
তোমায় ছাড়তে পারবো না
কাউকে মানতে পারবো না
সত্য মতে তোমার দিকে ফেরা।
কল্যাণপুর, ঢাকা।
১৯.০৪.২০২২