তোমাকে নিয়ে লিখতে হলে জানতে হবে তুমি কে!
কোথায় থেকে এলে আর কে পাঠালো তোমাকে?
সৃষ্টির সেরা হয়ে পেয়েছো সুশ্রী মুখবয় আকর্ষণীয়
তাই তুমি মনোহারিণী সবার কাছে সুপ্রিয় বরণীয়।
লাবণ্য মাখা রঙিন লাভা ছড়িয়ে যায় হৃদয়াভ্যন্তরে
নৈকট্য পেতে মোহিনী ডাকে বারবার ফিরে শিয়রে।
নানা রঙের আবরণ জাগে শিহরণ অভুল কৃষ্টিতে
মিষ্টি মধুর কথাসুর প্রেমান্তর ভিজিয়ে দেয় বৃষ্টিতে।
তাবাসসুম দিয়ে কাছে টেনে নিতে চায় আপনাতে
তোমার জন্য বিধান আছে যে রুঢ়তা দিয়ে সরাতে।
যেভাবে চেয়েছে সেভাবে সাজিয়েছে একদম নিখুঁত
কুঞ্জবনে কস্তুরি ঘ্রাণ বিলাবে দায়বোধ বেশ অদ্ভুত।
গড়বে এমন সমাজ পরিবার যেথায় রবে না ফাসাদ
অহিংস মননে পরষ্পর পাবে বসবাসের স্বাধীন স্বাধ।
একাত্মা থেকে জোড়া এসেছে মানতে বিধানাবলি
অমান্যতা অবাধ্যতা নয় সোজা সঠিক পথেই চলি।
দৈনিক অর্থসহ পাঁচটি আয়াত পড় কুরআন থেকে
দেখবে কুমন্ত্রণাকারি দূর হবে যাবে না অন্তর বেঁকে।
মাকাল যেমন বহিরঙ্গন ফিট অভ্যন্তর কলুষ যুক্ত
তুমিও তেমন হও কিভাবে হবে মিথ্যারাবরণ মুক্ত।
পুষ্প সম অন্তর থেকে ভালোবাসা আসুক নিঃস্বার্থ
সত্য সুষমায় এগোবে লক্ষ্যপানে যাতে না হও ব্যর্থ।

০১/০১/২০২৫
মনসুরাবাদ, ঢাকা।