ঠোঙ্কা ঠোঙ্কি

ঠোঙ্কা ঠোঙ্কি চলতে থাকে
আলেম সমাজে,
কে কাকে ছোট করবে
কথায় ও কাজে?

দাওয়াতের নামে লাফালাফি
ওয়াজ মহফিলে,
ওয়াজ শুনে শ্রোতারা নাচে
নিজ বিবেক ভুলে।

এক বক্তা আরেক বক্তাকে
করে তুলা ধুনা,
সে-ই বড়ো বাকীরা ভুয়া
করে কল্পনা।

শ্রোতারা পায় না সঠিক বার্তা
কুরআন হাদীস থেকে,
বেআমলি আলেমের কথায়
মন হয়ে যায় বেঁকে।

পারষ্পরিক ভ্রাতৃত্ব ভালোবাসা
নাই সম্মানবোধ,
আল্লাহর জন্যই সব ভালোবাসা
ভুলে যায় নির্বোধ!

সাহাবীরা ছিলো ভাই ভাই
অবিকল দ্বীনি রুপ,
আদর্শের এই আমলটাতে
আলেম সমাজ চুপ।

তারা শ্রম দিয়ে ওয়াজ করে
সুফল পায় না কেউ,
সমাজে যেনো উথলে উঠে
পাপাচারের ঢেউ।

কেউ কেউ আবার চেষ্টা করে
সঠিক কথা বলতে,
স্বার্থবাদীরা তাদের ধরে নেয়
জেলখানাতে ভরতে।

দাওয়াত হবে তাওহীদের
নাজাত পেতে শেষে,
হক্বের কথা বলতে গেলে
থাকবে কষ্ট ক্লেষে।

মুমিনের দুনিয়া কৃষিক্ষেত্র
কষ্টেরই কাজ
আখিরাত হবে আরামের
সুখেরই রাজ।

কল্যাণপুর, ঢাকা।
০২-মার্চ-২০২৩
১৭-ফাল্গুন-১৪২৯
০৯- শাবান-১৪৪৪