ঠিকামল

আঁধারে ডুবে অনলে পুড়ে
বিলীন হয় যারা,
কুপিটা জ্বলে মিলে না আলো
ব্যথাতে খায় তাড়া।
হৃদয় প্রান্তর কালে কালান্তর
হয় সজীব শ্যামল,
দৃঢ় বিশ্বাস নিয়ে আসে মুক্তি
যদি হয় ঠিকামল।

কল্যাণপুর ঢাকা।
১০.০৫.২০২৩
২৭ বৈশাখ ১৪৩০
১৯ শাওয়াল ১৪৪৪