থামবে না মুজাহিদ
থামবে না মুজাহিদ সত্যের সংগ্রামে
দেহে থাকতে প্রাণ,
বিলিয়ে দিতে জান,
ছড়িয়ে দিতে দ্বীনের আহ্বান
সত্যের সংগ্রাম চলবেই অবিরাম
গগন তলে জন মনে সর্বত্র সবখানে।
শত্রুর মোকাবেলা ঐক্যের চেতনায়
বিপ্লবী চলে সাহসের সাথে,
অহিংস ভালোবাসা তাতে,
স্বপ্নের বুননে প্রেরণায় মাতে
এগিয়ে চলে সম্মুখে রেখে অভিরাম
কিশলয়ে খোঁজে পায় স্বাধীন উপাদান।
ইস্পাত কঠিন ঐক্য আনে কাঙ্ক্ষিত জয়
বুলেটের সামনে বুক পেতে দেয়,
স্বাধীনতার জন্য জীবন করে ব্যয়,
শহীদি ঈদগাহে যারা করে বিচরণ
কে আছে দুঃসাহসী, তাদের করে দমন?
তাঁরা অদম্য দুর্দমনীয় সত্যের পরিস্ফুটন।
মনসুরাবাদ, ঢাকা।
০৯/১২/১৪