তেলবাজি
তেলবাজি আজ মিষ্টি মধুর কথামালায়
তেলবাজি হয় যখন তখন সব জায়গায়।
তেলবাজি হয় লিফলেট ব্যানার পোস্টারে
তেলবাজি হয় লম্বা লম্বা বিলবোর্ডে।
তেলবাজি হয় অফিস-আদালতে
তেলবাজি হয় পাড়া-মহল্লাতে।
তেলবাজি হয় সত্য ছেড়ে মিথ্যাতে
তেলবাজিতে সত্যকে হয় লুকাতে।
তেলবাজি হয় উচ্চরবে বড় বড় মিটিংয়ে
তেলবাজি করে সে তো চলে নেচে গেয়ে।
তেলবাজি না করিলে পায় না পদ পদবি
তেলবাজির রকমফেরে সব কিছু হয় মুলতবি।
তেলবাজি করে ছাত্র যুবক বৃদ্ধ তরুণ নেতা
তেলবাজি হার মানে না হতে হবে সব জেতা।
তেলবাজি লাইভশোতে নানা রকম টকশোতে
তেলবাজি করে করে খায় সব লুটে পুটে।
তেলবাজি দুনিয়ায় প্রতিষ্টিত হবার হাতিয়ার
তেলবাজি তাদের কাছে সবার সেরা মণিহার।
জ্ঞানহীনেরাই বেশি করে তেলবাজি
ভুলচুক কাজেও বস্ যেন থাকে রাজি।
তেলবাজি যত বেশি তত হয় মন্ খুশি
তেলবাজিকে তেলবাজ বলে অফুরন্ত ভালোবাসি।
কল্যাণপুর,ঢাকা।
২৯.০৬.২২