বিলাসী জীবন আর অতিভোগের হয়েছে উত্থান
সবার অধিকার দিতে, হতে হবে তার অবসান।
লোভের সাগরে ভাসে একশ্রেণীর লোভীর দল
বন্ধ করতে হবে সহসা এসব পাওয়ার শক্তিবল।
আভিজাত্যের রোগে আক্রান্ত সংক্রমিত একশ্রেনী
শ্রেনী বিভাজন করে এরা কুন্তলে বাঁধে লম্বা বেনি।
অহংকারের ভারে চলাফেরায় নেয় লম্বা লম্বা শ্বাস
এরা খুবি ভয়ংকর নিজেকে নিজে করে না বিশ্বাস।
পা চাটার দল করে চাটালি গড়ে অর্থের পাহাড়
এদের হিংস্র থাবায় অসহায় রয় সব মানবাধিকার।
এরা সারাজীবন থাকে বুভুক্ষু কখনো পেট ভরে না
এরা নাদান কাঙ্গাল কারো ক্ষতিতে বুক কাঁপে না।
শাসন নেই বারণ নেই বাধা নেই চরম স্বেচ্ছাচারী
অবয়বে মানব রুপী কিন্তু এরা নিষ্ঠুর, আদর্শচ্ছুতি।
এরা দ্বীনি কাজে দেয় বাধা মনোভাবে আল্লাহদ্রোহী
ইসলামী বিধান এলে করতে পারবে না চুরি চামারি।
সত্যান্বেষী, লাগাম টেনে ধরতে হবে এদের দুষ্কৃতি
রাষ্ট্রীয় ভাবেই কায়েম করতে হবে ইসলামী সুনীতি।
২৬.০৫.২০২৪