সুন্দর মনন
মুহাম্মাদ মোজাম্মেল হোসেন
৩০.০৬.২০২১
যাপিত জীবন হবে, সহজ সরল,
দূরে রাখি আছে যত, মনের গরল।
বিনয় বিনম্র ভাব, উত্তম স্বভাব,
ব্যবহারে মুগ্ধ থাক, না রয় অভাব।
আমলে সালেহ কর, প্রভুর খুশিতে,
ভরপুর আলো হোক, গহীন নিশী তে।
ভালোবাসা দাও তুমি, স্রষ্টার সৃষ্টিকে,
তৃপ্তিতে সুখে থাকুক, আলোর ঝলকে।
কারো পিছে নয় কথা, যখন তখন,
ফিরে আসুক অনন্ত, সুন্দর মনন।
হিংসা নয় আজিকে, প্রেম দাও সবে,
মরণ আসে কখন, কার যেন কবে।
উন্মুক্ত হৃদয় সেরা , মহীয়ান ভবে,
ভালোবাসা দিয়ে তাকে, রাখে অনুভবে।