দ্বীন হোক অনুপম, মুক্তির দিশারী
ওগো প্রভু দয়া চাই, কেবল তোমারি।
সঠিক পথ দেখাও,যারা পথহারা
সাহস যোগাও প্রাণে, ফিরে এল যারা।
ঈমানী দীপ্তি ছড়াবে, হতাশ না হয়ে
আহবান হবে শুধু , সত্য কথা কয়ে।
যত নিয়ামত দিলে, শুকরিয়া সদা
জানাতে পারে বিশ্বাসী , শক্তি দাও খোদা।
আমলে চরিত্রে সব, আলোকিত করে
সমাজ জীবনে যায়, সুখ শান্তি ভরে।
ব্যথা বেদনায় ভোগে, জীবন যাদের
প্রস্বস্তি আসুক প্রাণে, তৃপ্তিতে তাদের।
এমন মরণ দিও, বিশ্বাস সহিত
বিকশিত করো তবে, সুন্দর চরিত।
লেখা : ২৮.০৬.২০২১