অল্প বেতনের চাকরি করেই
ভাড়া বাসায় থাকে,
বাসা ভাড়া দিতে হিমশিম খায়
সাথে সাবলেট রাখে।

সাবলেটও আবার যায় আসে
ব্যথা নাহি পুরায়,
দর কষাকষির এক পর্যায়ে
সাবলেট দিতে হয়।

অল্প বেতনে চাকরি যাদের
এমন তাদের দশা,
কখনো খুশি আবার ব্যথা মনে
চলে হরহামেশা।

এভাবে দিন যায় যায় বছর
তবুও তৃপ্ত মন,
পেশাজীবী আশায় থাকে কবে
বাড়বে তার বেতন?

প্রমোশন কিবা বেতন বাড়লে
সাঁটবেনা আর টুলেট,
সংসার সুখে তরতাজা থাকবে
দিবে না আর সাবলেট।

লেখা: মনসুরাবাদ, ঢাকা।
২৫.০৯.২০২১