সৃজন

সৃজন কবি মনের ছবি প্রীতিময় ভাব
জীবন মানে সুহৃদ আঁকা সুখ মনোভাব।
লিখতে হবে শিখতে হবে জানতে সবই
শব্দ সাজের মনন তাহার তাই সে কবি।
কবি হলো দর্পন সমান সমাজ বিনির্মাণ
মেধা কর্মে শ্রম দিয়ে গায় চেতনার গান।
সুশীল সমাজ গড়তে হাতে তোলে কলম
শব্দ খোঁজেন লিখতে বসে মনের কথন।
মন জমিনে প্রত্যয় নিয়ে প্রেমের নীড়
কবি গড়েন ছবি আঁকেন নদীর তীর।
নদীর তীরে ফুল কাননে ফোটে কত ফুল
সুঘ্রাণ ভরে বিমোহিত করে নদীর কূল।
কবি চায় সুখের সমাজ কারুকার্য রুপ
সেই রুপে মুগ্ধ হয়ে সবাই থাকে নিশ্চুপ।
কবির মতো কবি গড়েন সাজানো ব্যুম
সহজ সরল জীবন যাপনে পড়ে যায় ধুম।
দেশের মানুষ পেত যদি অন্য রকম সুখ
আশায় আশায় থাকি বলে চলে যায় দুখ