আটাশ এপ্রিল নয়াদিগন্ত পত্রিকার
অনলাইন সংস্করণ,একটি কলামে চোখ,
পড়া শুরু করলাম সেই কলাম-
'রোজা রেখেই মাটি কাটছেন
সত্তুর বছরের সামসুদ্দীন।'
পড়তে পড়তে বিস্তারিত জানলাম।
কর্মপ্রিয় মানুষটি কঠিন তাবদাহে
ও সিয়াম পালনের অনন্য উদাহরণ।
ছুবহানাল্লাহ! মনটা খুশিতে ভরে গেল
এই বয়সেও হালাল ভাবে উপার্জনের
পাশাপাশি মহান রবের হুকুম পালনের
উচ্ছ্বসিত প্রণোদিত মননশীল পরিচয়
হৃদয়ে লালন করা মহান স্রষ্টার ভয়।
কাজের প্রতি আন্তরিক নিষ্ঠা তাঁকে
করেছে অসাধারণ সাহসী অকুতোভয়
সালাম শুভেচ্ছা হে সম্মানিত কর্মপ্রিয়
সবার জন্য প্রেরণার ও অতুলনীয়।
আবেদন রইল সামাজিক দায়িত্বশীলদের
কাছে এসব লোকদের মূল্যায়ণ করুন।
হৃদয় দিয়ে ভালোবাসুন প্রিয় করে ভাবুন।
উৎস: নয়াদিগন্ত পত্রিকা।
তারিখ: ২৮-০৪-২০২১