সত্য মিথ্যার দ্বন্দ্ব
সত্য মিথ্যার দ্বন্দ্ব থাকবেই
তবুও সত্য বলতে হবেই
সত্য না বলে সত্যবাদী হয়েছে কে কবে?
কে সঠিক আর কে বেঠিক ভাবছো কেনো পিছে
সত্য কথা বলতে হবে ছাড়তে হবে মিছে
সত্যটা যে অনেক বড়ো
মিথ্যাটাকে দূরে ছুঁড়ো
কখনো সত্য মিথ্যা এক সাথে না ই বা রবে
বিপদ এলে মিথ্যা ছাড়া কয় জন সত্য কয়
সত্য বললেই মিলে তাহার আসল পরিচয়
সত্যের সাথে থাকবো পাশে
মিথ্যা মুখে নাহি আসে
সত্যের জয় মিথ্যার ক্ষয় সেটাই যেনো হয়
তিক্ত হলেও সত্যের সাথে থাকি যেনো সবে।
(একটি প্যারোডি গান)
কল্যাণপুর, ঢাকা।
৩১ মে ২০২৩
১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
১০ জিলকদ ১৪৪৪