সত্য মায়া

মিথ্যা মায়ার আড়ালে
থাকে সত্য মায়া,
প্রস্ফুটিত ফুল গুলো
দেয় তার ছায়া।

ছায়ার মায়াবি আদরে
তার সুবাস বিলায়,
সেই সুবাসে রোমাঞ্চ
আসে গুপ্ত হিয়ায়।

হিয়ায় বিকশিত হয়
সুখদ মোহমায়া,
শ্যামল ছায়ায় সজীব
হয় ক্ষীণ কায়া।

গড়ে তখন প্রেরণায়
সত্য মায়ার ছাদ,
মিথ্যা মায়া তলিয়ে যায়
রয় না প্রেমে খাদ।

১৫.০১.২০২৪