সর্বকালের সেরা মানুষ
কোন্ সে নাদান মিথ্যাবাদী
করে বিশ্বনবীকে অপমান!
যাঁর আদর্শের ছায়ায় এসে
কোটি জনে করে সম্মান।
স্রষ্টা যিনি তাঁকে পাঠালেন
করে রহমতের আধার,
মানবতার জন্য শত্রুর হাতে
আঘাত সইলেন শতবার।
ছিলেন আল্আমীন আসসাদীক
সকলের মুখে মুখে,
মানব সেবায় নিয়োজিত ছিলেন
ক্লান্তিতে, সুখে ও দুখে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
বিশ্ববাসীর ত্রাণকর্তা,
সর্বন্নোত চরিএে চেষ্টা সাধনায়
কখনো ছিলোনা ব্যর্থতা।
যাঁর সুপারিশ ছাড়া কারো কোনো
নাজাত মিলবে না,
মুসলমানের হৃদয়ে তোমরা তবে
আর আঘাত করো না।
সবাইকে একদিন মরতে হবে
একটু স্মরণ রাখিও,
মহানবীকে নিয়ে বলবে কিছু
গভীর ভাবে ভাবিও।
বিশ্বাস করো আর নাই করো
আল্লাহ সবার রব,
তাঁর প্রেরিত রাসূলও তিনি
চিত্তে করো অনুভব।
পাঠালেন প্রজ্ঞাময় কুরআন
তার কিছুও জানলে না?
স্রষ্টার সামনে দাঁড়াবে যখন
সেদিন তো পার পাবে না।
সময় থাকতে ফিরে আসো
ওহে বিশ্ববাসী,
আল্লাহকে রব ইলাহ্ মেনে
হও গো বিশ্বাসী।
কল্যাণপুর, ঢাকা।
০৭.০৬.২০২২