সংখ্যা দিয়ে ছড়া
শুরুতে লিখে ফেলি একটি জিরো
ওয়ান যুক্ত হয়ে করে দিলো হিরো।
সিক্স বলে, আমাকেও সাথে নাও
টু বলে আমাকে কেন বাদ দাও?
ওয়ান আবার এসে দৃঢ় সম্পর্ক গড়ে
বিচ্ছিন্নতা তছনছ হলো বন্ধুত্বের ঝড়ে
ফাইভ আছে সাথে ভয় নেই কোনো
থ্রি বলে আরে ভাই আমার কথা শুনো।
নাইন বলে আমি তোমাদের সাথী নই!
শূন্য বলে আমাকে দূরে ঠেলে দাও কই?
দুই টু বলে আমি তোমাদের সাপোর্টার
সবার সাথে সম্পর্ক গড়ে তুলি বারেবার।
মনসুরাবাদ, ঢাকা
০৫ অক্টোবর ২০২২
২০ আশ্বিন ১৪২৯
৮ রবিউল আউয়াল ১৪৪৪