সংস্কার

সংস্কার করো নিজেকে আগে
পরে করো অপরকে,
তোমার সংস্কার দেখে সকলে
জ্বলে উঠবে পলকে।

সত্য মিথ্যার ফারাক বুঝতে
সত্যবাণী আঁকড়ে ধরো,
পবিত্রাত্মা গড়ার জন্য তাই
সুন্নাহ অনুসরণ করো।

বিবেক খাটাও মিথ্যা তাড়াও
তুমি ছিলে কোথায়?
অস্তিত্বহীন থেকে অস্তিত্ব পেলে
রাখো পর্যালোচনায়।

তাজকীর তাযকিয়ার মাধ্যমে
করতে হবে সংস্কার,
সফলতায় ভালো ফলাফলে
তবে পাবে সুবিচার।

উপর থেকে নীচে রন্দ্রে রন্দ্রে
ছড়াতে হবে উদ্দীপনা,
স্বাধীনতায় সবাই স্বাদ পেতে
কাজে পাবে অনুপ্রেরণা।

সবার সম্মিলিত প্রয়াসে এগোবে
গতি পাবে সমাজের প্রাণ,
সুচরিত্রবানের হাতে যখন দেশ
স্থিতি হবে শিখা অনির্বাণ।

২২-০৯-২০২৪