সংসার গাড়ি
সংসার নামক গাড়িটা চলে
ঝকঝকা ঝক ঝক
চার পাশ আলোকিত করে
ফকফকা ফক ফক।
নতুন নতুন বগি যুক্ত হয়ে
আনন্দেরই হিল্লোল,
সুখ দিয়ে যায় দুখ সরিয়ে
তৃপ্তিতে খায় দোল।
চলছে গাড়ি নিয়ম মাফিক
হঠাৎ গেল থেমে,
একটি বগি ছিটকে পড়ল
অন্ধকারে নেমে।
আশা ছিলো নির্মল পরশে
বগিটা রবে শক্ত,
মায়ার বাঁধন ছিঁড়ে যাবে না
ঘড়িটা হবে ভক্ত।
কিন্তু মুখোমুখি সংঘর্ষে গাড়ি
ভেঙ্গে হলো তছনছ,
বিষাদিত হয় সংসার গাড়ি
আহা! কষ্ট অহর্নিশ।।
২২ সফর ১৪৪৪
১৯ সেপ্টেম্বর ২০২২
০৪ আশ্বিন ১৪২৯
কল্যাণপুর, ঢাকা।