সংলগ্ন মন
ভয়াবহ ভূমিকম্প সিরিয়া তুরস্কে
চুরমার করে দিল দুমড়ে মুচড়ে।
বিষাদিত জনপদ চরম আতঙ্কে
অতিবাহিত করছে অভাবিত কষ্টে।
বিশ্ববাসী পাশে এসে মানবিক হাত
বাড়িয়ে দিয়েছে তারা সহমর্মী হতে।
অসময়ে পাশে থাকে সেই তো আপন
বিপদে যারা থাকেন তারা প্রিয়জন।
আহবান করে যাই যার যা-ই আছে
তা নিয়ে তাদের পাশে দাঁড়াই সানন্দে।
সংবেদনশীল এ মর্ম বেদনাতে
খুশি হবে রহমান দানে সাদাকাতে ।
ভালোবাসাটুকু দাও এইতো এখন
পরের তরে লাগাও সংলগ্ন মন।
কল্যাণপুর, ঢাকা।
১৪ ফেব্রুয়ারী ২০২৩
০১ ফাল্গুন ১৪২৯
২২ রজব ১৪৪৪