সময়টা মমতাহীন
মুহাম্মদ মোজাম্মেল হোসেন


সময়টা মমতাহীন অন্তর পাথর
নির্মম ইতিহাস লেখা,
বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত
নিথর লাশের দেখা।

ইহুদি নামক শকুনের কালো হাত
গাজা উপত্যকা দখলে,
অমনুষ্যত্বের মঞ্চায়ন নিষ্ঠুর ভাবে
করে দলে সদলবলে।

ফিলিস্তিন শিশুর লাশ আর লাশ
সারি সারি পথে পথে,
চোখের অশ্রু ঝরে কষ্টে বুক ফাটে
আকাশ জুড়ে বিষাদে।

মুসলিম বিশ্ব এত নিঃস্ব ইহুদিবাদে
অস্ত্রের কাছে তারা বন্দি,
গাজা পুনরুদ্ধারে জনগণ বাঁচাতে
করছে না কোনো সন্ধি।

রক্তে লাল গাজা উপত্যকা এ সময়
শিশুর আর্তনাদ নিনাদ,
মুসলিম উম্মাহর শাসকেরা করো না
এবার তীব্র প্রতিবাদ।

নইল মরণের পর কীভাবে দাঁড়াবে
প্রভুর সামনে গিয়ে,
লজ্জায় লাল হয়ে যাবে মুখোবয়ব
বিষাদিত হবে হিয়ে।

১০/১০/২০২৩