সময় কাটে

কেমন করে সময় কাটে
একটু ভাবো তো,
অলস অবোধ যাদের মন
ভালো রবে তো!

সাধক সবাই মানতে সদা
সঠিক পথের কথা,
পড়ুন জানুন বুঝুন বাণী
ছাড়ুন নানান প্রথা।

মনের খায়েশে চলা ফেরা
সত্য জানতে বাধা,
সত্য জানলে মানতে হয়
হতে অনুরাধা।

সত্য মানব সত্য ভুতল
সত্য জগৎ স্বামী,
তাঁর বিধানে চলতে হবে
সঠিক অনুগামী।

অনুগামী বানাবে না কোন
নতুন ধারার পথ,
দাসেরা যেমন মান্য করে
হতে কাজে সৎ।

জীবন সাজুক নিরবধি
মিথ্যা বাদে কাটুক,
ইসলাম নামক রশি ধরে
তাতে মরণ আসুক।

এই কামনা মুমিন মাত্র
মনে মনে পোষে,
‘লাইলাহা ইল্লাল্লাহ’ বলে
যবে প্রাণ নাশে।

কল্যাণপুর, ঢাকা।
১৩-ফেব্রুয়ারী-২০২৩
৩০-মাঘ-১৪২৯
২১- রজব-১৪৪৪