সময় হয় না
দুনিয়ার প্রয়োজনে থাকে সদা ব্যস্ত
লাভ ক্ষতি খোঁজে ফেরে সুখের আশায়
নিজেকে চালায় আহা চিত্ত অভিলাষে
সময় হয় না তার কুরআনের কাজে
শুধু সময় হয় না তার কুরআনের কাজে।
শুদ্ধ কী অশুদ্ধ একটুও ভাবে না
স্বর্ণাভ ফুলকি দিয়ে অট্ট হাসে
দিন পার করে লোভের ভাঁজে
সময় হয় না তার আল্লাহর কাজে
শুধু সময় হয় না তার আল্লাহর কাজে।
আরাম পেতে আলীশান অট্টালিকা গড়ে
নামি দামি গাড়িতে ঘুরতে চড়ে
নানা রকম পোশাকে দৈনিক সাজে
সময় হয় না তার হাদিসের কাজে
আহা সময় হয় না তার হাদিসের কাজে।
মনে মনে ভাবে সে পেয়েছে সব
আখিরাত বিকিয়ে দুনিয়া কেনে
মনকে তাড়ায় না শরম লাজে
সময় হয় না তার দাওয়াতি কাজে
শুধু সময় হয় না তার দাওয়াতি কাজে।
ব্যস্ত সে ব্যস্ত, এতই ব্যস্ত পেরেশান
কারো সাথে কথা বলার নেই সময়
কোন কিছুতেই তৃপ্তি পায় না যে
সময় হয় না তার জান্নাতি কাজে
শুধু সময় হয় না তার জান্নাতি কাজে।
জাগতিক চাহিদায় মনের ক্ষুধা
মেটাতে দৌড়ায় অপবিত্র ধাঁচে
সম্ভ্রম সম্মান খোয়ায় খুব সহজে
পাওয়া যায় না তারে সঠিক কাজে
শুধু পাওয়া যায় না তার সঠিক কাজে।
এভাবে দিন মাস বছর কেটে যায়
পরিবর্তন করার চিন্তা করে না
প্রাণ গেলে দেহটি রাখে গোর মাঝে
সময় হয় না তার তাওহীদের কাজে
আহা সময় হয় না তার তাওহীদের কাজে।
আহবান করে যাই হে প্রিয়জন সবাই
সেকেন্ডের জন্যও মালিককে ভুলনা
মনে রেখ সবি দেখেন রাজাধিরাজে
ঢের হয়েছে, সময় দাও দ্বীনের কাজে
শুধু সময়টা দাও এবার দ্বীনের কাজে।
কল্যাণপুর, ঢাকা।
২৯-জানুয়ারী-২০২৩
১৫-মাঘ-১৪২৯
০৬ রজব ১৪৪৪