সস্মানিত
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
সস্মানিত মহিমান্বিত সন্দেহ মুক্ত কিতাব
জ্ঞানীরা জ্ঞান নিতে জ্ঞানের হয়না অভাব।
বিশ্বাসীদের দমের চেয়েও যার মর্যাদা উচ্চ
ইহাতে পরিপূর্ণ বর্ণনা আছে সুষ্পষ্ট স্বচ্ছ।
মানব সমস্যার সব সমাধান আছে ওখানে
অনাবিল সুখ দেয় যদি কেউ তাঁকেই মানে।
পরম বন্ধু যে হয় সে তাকে বঞ্চিত করে না
পরম বন্ধু বানাতে সে কারো ধার ধারে না।
উজ্জ্বল প্রদীপ দিশা দিতে কার্পণ্য করে না
বহুলাংশ তাঁকে ভুলে সে কাউকে ভুলে না।
অজ্ঞরা করে অপমান কপাল পোড়া দৈনি'
বিশ্বাসী মর্যাদা রক্ষায় লড়াকু সাহসী সৈনি'।
মর্যাদাবানের মর্যাদা কোনো দিনও যায় না
মন্দের সাথে যার সখ্যতা সে সুপথ পায় না।
অনুপম বাণী মধুময় সুরে বিমোহিত করে
তাঁর ভালোবাসার গভীরে নয়নে অশ্রু ঝরে ।
মনেতে আলো কথাতে আলো বিলায় শুধু
সামনে পিছনে উপরে নীচে আলোতেই মধু।
'নূরুন আলা নূর' করে আঁধার দূর শক্তিমান
তাঁর পরশে এসে কেউই হয় না বোহেমিয়ান।
সে যার সখা তার জন্য স্বর্গে করে আবাসন
চির দুখ থেকে চির সুখে এনে করে পালন।
মনসুরাবাদ,ঢাকা।
০৭.০৭.২০২৩
(২৮ জুন ২০২৩ সুইডেন কর্তৃক কাপুরুষিতভাবে
মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর প্রতিবাদে এই কবিতা।)