সোস্যাল মিডিয়া
সোস্যাল মিডিয়াতে নাটক সিনেমার নামে
নানা দৃশ্যে প্রবীণদের করে অপমান
এসব নিম্নমানের অরুচির SHORT FILM
কারা কীভাবে করছে বিনির্মাণ!
নির্মাতা নায়ক নায়িকা তাদের রুচি দেখলে
ঘেন্না তো আসেই বমি বমি ভাব হয়।
তাদের পোশাকী মনোভাবে
বিক্রিত মানসিকতার ঘটে বহিঃপ্রকাশ।
কেউ কেউ ইসলামী সংস্কৃতিকে কটাক্ষ করে
নানা রং মাখিয়ে নানা ভঙ্গিতে তুলে ধরে।
এসব SHORT FILM যারা বানায় ও দেখে
কী বার্তা পৌঁছে সমাজে আর কীই বা শিখছে!
নাকি উঠতি বয়সের তরুণ তরুণীদের
অসুস্থ পার্থিব কালসারের দিকে ধাবিত করছে!
যদিও বলা হয় নাটক সিনেমা সমাজ
পরিবর্তনের পরিশীলিত দর্পণ,
কিন্তু মন্দ অশ্লীল নাটক সিনেমা তা কখনো নয়।
সুশীল সমাজ ও উন্নত মননশীল চিন্তার সবাই
এসব নির্মাণে পবিত্র ভাবনা আনা দরকার,
না হয় বহু ত্যাগের বিনিময়ে আমাদের
এই প্রিয় জন্মভূমি হয়ে যাবে একেবারে ছারখার।
সভ্যতা ভব্যতা ভদ্রতা ও প্রতিষ্ঠিত হোক বিনয়
নবীজী বলেন, “যারা বড়োদের সম্মান করে না
এবং ছোটদের আদর করে না সে তো উম্মত নয়।”
কল্যাণপুর,ঢাকা।
২৫.০৪.২০২৩
১২ বৈশাখ ১৪৩০
০৪ শাওয়াল ১৪৪৪