অশ্রু সজলিত কান্নায় কাতর কণ্ঠে চাওয়া
চাওয়া শুধু চাওয়া নয় পুরোটাই আবদার
নিপীড়িত মন নিনাদ শব্দে দু'হাত বাড়ায়
ভুলে গেছে তারা সকল নাওয়া ও খাওয়া
নিজেরই অধিকার নেই সবই যে হারাবার
ফিরে কী আসবে সুদিন নিরুত্তর জিজ্ঞাসা।
নিকষ কালো আঁধার করিতেছে ধাওয়া
শয়তানের শয়তানী করে যায় বার বার
অনুশোচনায় বিবেক কেবলই তাড়ায়
মন্দের ভিতর থেকে নয় সঠিকটি পাওয়া
যোগাতে হবে শক্তি সব ইবলিশী তাড়াবার
দূরে সরাতে হবে যত আছে মনে হতাশা।
নিভাতে হবে বেদনার আগুন সুখেরালোতে
জড়ো হয় যেন সবাই অবিরত দুখ্ নিভাতে॥