সীতাকুন্ড ট্রাজেডি

থমকে গেল চলার গতি
থামিয়ে দিল রথ,
ক্যামিকেল মিশে দুষ্ট আগুন
জ্বালিয়েছে পথ।

সারি সারি লাশ জ্বলে পুড়ে
অঙ্গার হয়ে ছাঁই,
পরিবার কী ফিরে পাবে আর
বাবা, স্বামী বা ভাই?

সীতাকুন্ডের ভয়াবহতায় দেশ
শোকে শোকে হত,
জানা অজানা আরো কত প্রিয়
জন হয়েছে আহত।

দোয়া করি দয়াময়ের কাছে
শহীদী মর্যাদা দিও,
পরম আদর স্নেহ মমতায়
কাছে টেনে নিও।

ধৈর্য ধরার তৌফিক দিও
স্বজন হারাদের,
একমাত্র অভিভাবক নির্ভরতা
তুমিই তাহাদের।


কল্যাণ পুর, ঢাকা।
০৫.০৬.২০২২
আগুন লাগার তারিখ: ০৪.০৬.২০২২