সুখ

সুখ আনে মুখে হাসি
দুখের আড়ালে,
পরের জন্য করলে কিছু
অহং তাড়ালে।

প্রীতি মাখা নিজের বাড়ি
আনন্দেরি দোল,
পড়শীদের সুখ আমেজে
ছড়ায় মধু বোল।

ব্যঞ্জনের ঘ্রাণ ছড়ায়
আহারের অক্ত,
রান্না খাবার বিলিয়ে
সুসম্পর্ক পোক্ত।

হাটে আনা ফলফলাদি
এনে বিলায় তারে,
ভালোবাসা ঘরটি বাঁধে
সঙ্গি করে যারে।

১৬.১০.২০২৩