কেউ কারো জন্য যদি গর্ত খোঁড়ে
                         ওই গর্তে সে-ই পড়ে।
কেউ ইতিহাস গড়ে সমাজে
                        কিন্তু শিক্ষা নেয় না সহজে।
তোমাকে এর খেসারত একদিন
                       না একদিন দিতেই হবে।
ক্ষমতা কারো জন্য স্থায়ী নয়
                       কষ্টের অনলে পুড়বে ভবে।
পরিবার নিয়ে বিনোদনে
                      কত না টাকা খরচ করে।
কত জন যে না খেয়ে থাকে
                      তাদের কিন্তু খোঁজ না রাখে।
কম টাকাতে বাজার হোক
                      মনে প্রাণে সবাই চায়।
শোষক নামক শাসক তাড়াতে
                      না বের করে কোনো উপায়।
তাসবীহ তাহলীল সবি করে
                      স্রষ্টাকেও তাই ভারি ডরে।
কিন্তু অন্যায়ের প্রতিবাদ কেউ
                      না করাতে দামটি বাড়ে।
প্রতিবাদ করা ঈমানের দাবি
                      ইহাই হলো হাদীসের বাণী।
হাত দ্বারা নয় মুখের দ্বারা
                      নয় তো ঘৃণা তিনটি জানি।
ঘৃণা হলো দুর্বলতম অংশ
                      কুরআন হবে মূল নীতি।
এই রীতিতে দেশ চালালে
                      মুক্তি পাবে রবে না ভীতি।

১৮.০৪.২০২৪