শর্ট ফিল্ম
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
শর্ট ফিল্মের নামে ফেইসবুকে চলে
ত্বক ঘনিষ্ঠ পোশাকের প্রদর্শন,
নারীর শরীরের অবমাননার সুস্পষ্ট
লজ্জাহীন আস্থাহীন এক নিদর্শন।
যারা জ্ঞানপাপী তারা এসবে জড়িত
তমসার আঁচলে আঁকা প্রতিচ্ছবি
বিবেকে দিয়েছে তালা কলুষিত চিত্ত
ভুলেই গেছে লজ্জা ঈমানের ভূষণ।
অভাবী নয় ওরা স্বল্প পোশাকী চিত্র
সমাজ সংস্কৃতি বিনোদনে অশ্লীল
ভিডিও বানিয়ে ধোকা দিয়ে যায়
এসব ভালোবাসেনা দেশের জনগণ।
অভিনয়ের নামে যত অখাদ্য প্রচার
যা নানা ছলছাতুরিতে নিত্য ভরপুর
অপমানের তরিতে ছড়ে সময় নষ্ট
নিজের ক্ষতি নিজেই করে অন্যুন।
ভালো কথা বলো ভালো পথে চলো
আহ্বান জানাই দরদ ভরা মনে
মরণের পর কীভাবে দাঁড়াবে ভাব
করিওনা এমন চিত্রে আত্মসমর্পণ।
বডি ল্যাঙ্গুয়েজ মুখের এক্সপ্রেশন
নানা অঙ্গভঙ্গি অশালীন ইঙ্গিত
হৃদয়পটে উদ্ভাষিত নগ্ন আঘাত
বন্ধ করো এমন অসংলগ্ন আচরণ।
অর্ধ ড্রেস নয় শালীন ড্রেসে সাজো
সবার জন্য হবে কল্যাণকর চিত্রণ
হবে সম্মানিত দুনিয়া ও আখেরাতে
শুদ্ধাচারে শামিল থাকবে সারাক্ষণ।
২১/১১/২০২৩