সাজানো গোছানো ঠিকঠাক নান্দনিক আবহ
বাস করে প্রশান্ত চিত্তে চিন্তামুক্ত সুবিমল সুখসহ।
নেই অশ্লীলতা গাল মন্দ অস্থিরতা পেরেশানি
রবে অবনমিতা মধুরতা সহনশীলতার হাতছানি।
অনন্ত সুখ হারাবে দুখ থাকবে অপরুপ সেবাদাস
ভালোলাগা ভালোবাসা নিয়েই সবাই করবে বাস।
সেবাদাস যারা অতীব সুন্দর হবে সেরা অনুগামী
বিনীত এগিয়ে দিবে চাহিবা মাত্র সুষমা মমতাময়ী।
কাঁদি কাঁদি কলা তামরুন থাকবে নানারুপ ফলমূল
চোখ জুড়াবে মন ভরাবে অন্য কিছুর সাথে নেই তুল।
নয়ানাভিরাম দৃশ্যাবলী রবে ঝর্নার নির্ঝর বহমান
দুঃখ কষ্টে কাটাল জীবন পাবে উপহার জাজ্বল্যমান।
বন্ধুপ্রবন হবে পরষ্পরে অমায়িক অপূর্ব মননশীলতা
সুন্দর শুধুই সুন্দর সেখানে পুলকিত মনে রয় সুনমিতা।
সুস্বাদু পানীয় পান করে লাভ করবে সবাই পরিতৃপ্তি
একেবারেই ইহা অকাট্য প্রকাশ্য সত্য সুন্দর উক্তি।
এই সুখ এই আনন্দের নেই শেষ নেই কোনো সীমানা
সবাই সবার সুখের সাথী প্রাণময় দীপ্তিময় এক উপমা।
ঘন সবুজ উদ্যানে মনোরম তলদেশে প্রবাহমান প্রস্রবন
ঝিকিমিকি উজ্জ্বল অনুপম অনুরণে বিম্বিত প্রলম্বিত কিরণ।