সংকট

জাগো বিবেক জাগো সমাজ
বিপদ সন্নিকটে,
মুক্তি পেতে এগুতে হবে আজ
এইবার সংকটে।

ধেয়ে আসছে মানবরুপি বিষ
তীব্র ব্যথা অনুভব,
চেলা চামুন্ডার আঘাতে আহত
সুস্থ সংস্কৃতি সব।

দায় যদি না নিতে পারো আহা
সংকট নিরসনে,
অশান্তির দাবানল ছড়িয়ে যাবে
নিভবে না জীবনে।

হাতে রেখে হাত আনো প্রভাত
খাটিয়ে বুদ্ধি বল,
জনতার মুক্তিতে ঐক্যবদ্ধ হয়ে
সামনে এগিয়ে চল।

০৫.১২.২০২৩