সংঘবদ্ধ জীবন
সংঘবদ্ধ জীবন যাপন সংঘবদ্ধ সমাজ
থাকে যদি হবে না তখন খবিশি রাজ।
চলে জাহাজ অবিরাম নদী সাগর বুকে
ফুটা করে পানি নিলে সব মরবে ধুকে।
দরদ মনে বাধা দিলে সব বেঁচে যাবে
ন্যায়ের পথ খুলে গেলে রুহ সুখ পাবে।
ঐক্য থাকা ঐক্য রাখা অধিক মায়াময়
অনৈক্যতে হয় না কোনো প্রণয় মধুময়।
পাল থেকে একটি বকরি থাকে আলাদা
ব্যঘ্র তাকে একা পেয়ে খেয়ে নেয় রাধা।
ভালোবাসার মায়াজালে রও একই দিলে
ন’লে সব পড়বে ধোকায় শ’তানী ঝিলে।
সংঘবদ্ধ জীবন ছাড়া না হয় কারো মরণ
বিপরীতে করতে হবে জাহিলিয়াত বরণ।
কল্যাণপুর, ঢাকা।
২৩ মে ২০২৩
০৯ জ্যৈষ্ঠ ১৪৩০
০২ জিলকদ ১৪৪৪