মাহমুদ হোসেন নিপু ভাই
করে ক্যাশে কাজ
সাথে আছে আরিফুল ইসলাম
ছায়া হয়ে তাজ।
সেলিম হায়দার ব্যাংকের সাথে
করে সংযোগ স্থাপন
মিজান ভাই ও মুয়ীদ ভাই রয়
সঙ্গী হয়ে আপন।
রাশেদ মোতালেব আকলিমা
করে মার্কেট কমিশন
কোম্পানির এই কাজে তারা
সুখের পায়রা হন।
কামরুল ভাই ধার্মীক মানুষ
করে সি এম আলাদা
রউফ ভাই ও ফয়সাল সাহেব
পাহারা রয় সর্বদা।
জাহিদ ভাই বাচ্চু সেলিম
এল সি নিয়ে ব্যস্ত
মুনমুন মোজাম্মেল জেছমিন সজল
সচল রাখে অর্থের স্বাস্থ্য।
সাকীব ভাই মনিরুল মোস্তফা
তারা রয় এ্যাকটিভ
মুক্তা ম্যাডাম পেরেশানি নিয়ে
কাজ করে পজিটিভ।
যাচ্ছে বেলা কাটছে সময়
বছর থেকে বছর
দয়া করুন মহান আল্লাহ
পায় যেন সুখবর।