সবাই সমান
প্রেম পিরিতির সেতু, কষ্ট করে গড়ে,
একটুতেই আবার, হয় নড় বড়ে।
মধুমাখা দরিয়াতে, ঘৃণা এসে বসে,
মধুর মিলন তাই, ভাঙ্গে অবশেষে।
ছুরির আঘাতে অঙ্গ, যদি কাটা যায়,
ঔষধ খেলে সারে তা, সরল উপায়।
দুই চোয়ালের ঘাতে, খন্ডিত হয় মন,
নেয়না জোড়া সহজে, বাড়ে ব্যবধান।
ভুল বুঝাবুঝি ছেড়ে, হোক রিলেশন,
কঠিন হৃদয় তবে, করো গো নরম।
দোষ ত্রুটি করো ক্ষমা, হও অনুপম,
পরিবার ও সমাজ, থাকবে সুষম।
একটি ফুলের বাগ, ছড়ায় সুঘ্রাণ,
বাগানের মতো হোক, সবাই সমান।
কল্যাণপুর, ঢাকা।
২০-০৬-২০২২