মুখে বলো আল্লাহ-রাসূল
অন্তরে নাই স্থান,
নামাজ রোজায় অবহেলা
পাপের জলে স্নান।

জ্ঞান গরিমায় সব জান্তা
বাক পটুতায় পাকা,
বাস্তব জীবনে নয় রুপায়ণ
আমলটা রয় ফাঁকা।

যাহাই জানো তাহাই মানো
এটাই আসল জ্ঞান,
জ্ঞানানুযায়ী আমলের ফল
দিবেন আল্লাহ্ মহান।

খালেছ দিলে অল্প আমলই
যদিও করো তুমি,
যথেষ্ট হবে নাজাতের জন্য
আসে মরণ চুমি।

কল্যাণপুর, ঢাকা।
২৭.১২.২০২১