সংকীর্ণতা হীনমন্যতা নীচুতা
করোনার মতই মহারোগ
ভ্যাকসিন দিয়ে করোনা গেলেও
সংকীর্ণতা মহাদুর্যোগ।
ভালোবাসাহীন হৃদয়ে পাথর স্বভাব
আক্রমণাত্বক চেতনা
এদের থেকে রেহাই পায় না কেউ
কাদা ছোড়াছুড়িই প্রেরণা।
যে মরার মরে গেছে বহু আগে
তাকে নিয়ে টানাটানি
খেতাব নিয়ে কিতাবি প্রভুত্ব
কানাকানি ফিসফিসানি।
ঈমানবিহীন আমলবিহীন কাজ
বিধাতার কাছে নেই মূল্য
খেতাব দিলেও কি নিলেও কি
সবই তুচ্ছ খড়কুটো তুল্য।
হিংসার পলিটিক্স যদি কর প্র্যাক্টিস
পরিণাম শুভ নয়
কত খ্যাতিধর শক্তিধর হলো ধ্বংস
ইতিহাস কথা কয়।