শিশুর প্রতি

শিশুর প্রতি অবিচার
কেন্ করিস তোরা!
সুখি সংসারে শিশুরা
যেন ফুলের তোড়া।

শিশু হলো নয়ন জুড়ানো
পাওয়া নিয়ামত
নিয়ামত পেয়ে শোকর করা
সত্য সঠিক পথ।

কল্যাণপুর, ঢাকা।
২৮.০৩.২০২২