মায়ের নাড়ি চেঁড়া ধন, হৃদয়ের বাঁধন
আদরের সন্তান, ভালোবাসার মূলধন
গড়তে আদর্শবান, বানাতে সুসন্তান
শিখিতে পাঠায় পাঠশালায়।
ছোট্ট সোনামণি, কচি মন
বাবা মা ছেড়ে ওস্তাদের কাছে
থাকে আনমনে, সুপ্ত প্রাণে
পরাণ পাখি কাঁদে, মনে পড়ে মায়ের আদর
বাবার স্নেহ মমতা,
বোনের সোহাগ, দাদার মুখের গল্প শোনা,
দাদীর মধু মাখা ডাক,
নানা নানীর মমতার হাতছানি,
প্রিয়জনের হাসিমাখা মুখ, স্নেহের হাত বুলানো।
একটু ভুল, দোষত্রুটি কিংবা দুষ্টুমি
অবুঝের মন ভোলা অপরাধ
বুঝে না সে বুঝে না কাজ টা যে নিন্দার
আদর মমতায়, স্নেহ ভালোবাসায়, ওস্তাদের কাছে
শিখবে জানবে মানবে, জীবন সাজাবে
এই তো হবে তার বাড়ন্ত, অনুপম দিগন্ত বিস্তৃত ললাট
আর সেই ওস্তাদ, কতই না নিকৃষ্ট নিষ্ঠুর
নিদারুণ নির্মম অত্যাচারী নিপীড়ক
সমস্ত শরীরের শক্তি দিয়ে পেটাতে পেটাতে হাসপাতালে পাঠায়, কেউ আবার মরেও যায়।
এটাই কি শিক্ষা? এটাই কি বিদ্যা?
আহারে ওস্তাদ! আহারে শিক্ষক!!
এমন শিক্ষা আমি চাই না, এমন বিদ্যার দরকার নাই
আমি চাই সেই শিক্ষা
যা প্রিয়তম রাসূল, সাহাবায়ে কিরাম,
যুগে যুগে ইসলামী স্কলাররা শিখিয়েছে,
মমতার বাঁধনে, স্নেহের শাসনে শিখিয়েছে
আমি চাই সেই বিদ্যা,
যে বিদ্যা শিক্ষার্থী ভালোবাসতে শিখবে
নিজেকে জানবে, পরস্পর সম্মান করতে শিখবে,
দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে,
সুন্দর সাবলীল সমাজ গঠনে আত্মনিয়োগ করবে
সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টি লাভে এগিয়ে যাবে।
আমি এমন বিদ্যাই চাই।
এখন আমি সেই নিষ্ঠুর নিদারুণ নির্মম নির্যাতনের
সকল অমানবিকতার - বিচার চাই, বিচার চাই।
চাই আরো ইসলামী মূল্যবোধের কাঠামোবদ্ধ নিয়মনীতি ও বাস্তব জীবনের মনোমুগ্ধ প্রতিকার।