শিশু হরণ মরণ কাহন
হৃদয় ভাঙ্গার খবর
পিতা মাতা আত্মীয় স্বজন
তবুও ধরে সবর।
এমন ব্যথা কষ্ট গাঁথা
চিত্ত হাহাকার
বিত্ত থেকেও সুখের দেখা
সত্যিই মেলা ভার।
এমন নিষ্ঠুর নিদারুণ কাজ
যারা নিত্য করে যায়
শাস্তি পেতে আনতে হবে
বিচারের আওতায়।
নইলে সমাজ তলিয়ে যাবে
অপরাধ প্রবণতায়
কিশোর তরুণ বৃদ্ধ জোয়ান
অপরাধ করে যায়।
খবরের কাগজে নিত্য আসে
শিশু হত্যার নিউজ
মনটা তখন আঁৎকে উঠে
সমাজ কেন ফিউজ?
সুষ্ঠু সমাজ গড়তে সবাই
ন্যায়ের কথা বলি
স্রষ্টার বিধান মান্য করে
সঠিক পথে চলি।
আলো এলে আঁধার কোনো
থাকতে পারে না
আলো ছাড়া কোনো কিছুই
চলতে পারে না।
সত্য ছড়াও মিথ্যা তাড়াও
করতে নিরাময়
দয়ার বৃষ্টি নামবে ধরায়
ধুয়ে যাবে অন্যায়।